Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সমবায় অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্ত একটি আধা-বিচারিক(Quasi Judiciary) সরকারি প্রতিষ্ঠান। সমবায় প্রতিষ্ঠান সমূহের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ(Regulatory Authority)।১৯০৪ সাল থেকে এদেশের জনগণকে সমবায়ের ৭টি আদর্শে উদ্বুদ্ধ করে এ প্রতিষ্ঠান দেশের সকল শ্রেণীর ও পেশার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরনের জন্য কাজ করে আসছে। এদেশে সমবায় আন্দোলন আন্তর্জাতিক ৭টি আদর্শ দ্বারা পরিচালিত হয় । সমবায়ের ভিত্তি হচ্ছে গণতন্ত্র, সাম্য ও সংহতি এবং এর লক্ষ্য হচ্ছে স্বাভলম্বিতা ও স্বনির্ভরতা। মূলত: কৃষিনির্ভর অর্থনীতিকে সমর্থন করার জন্য এদেশে সমবায়ের সূচনা হলেও বর্তমানে অর্থনীতির প্রায় সকল ক্ষেত্রে সমবায় তার কার্যক্রমকে বিস্তৃত করেছে । সরকারী কর্মসূচী এবং জনস্বার্থের সাথে সংগতি রেখে সমবায় সমিতি গঠন, নির্বাচন, মূলধন সৃষ্টি, বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরন,ক্ষুদ্র ঋণ কার্যক্রম এবং বিভিন্ন ব্যবসায়ীক কার্যক্রমে অনুপ্রেরণা সৃষ্টির মাধ্যমে সমবায় অধিদপ্তর দায়িত্ব পালন করে আসছে । উপজেলা সমবায় কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, বিভাগীয় সমবায় কার্যালয়, আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, বাংলাদেশ সমবায় একাডেমী এবং সমবায় অধিদপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারী জাতীয়, কেন্দ্রীয় এবং প্রাথমিক সমবায় সমিতির সদস্যগণকে আইনগত সহায়তাসহ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে  প্রয়োজনীয় সহযোগিতা করে আসছে।উপজেলা সমবায়  অফিস,বিজয়নগর সমবায়  অধিদপ্তরের আওতাধীন সর্বশেষ  প্রশাসনিক ইউনিট।সমবায় সমিতিসমূহ বা সমবায় ব্যাংক সমবায়  অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সংবিধিবদ্ধ(Body Corporate) সংস্থা।সমবায় সমিতির ক্ষেত্রে ব্যাংক কোম্পানী আইন ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী আইন প্রযোজ্য নয়। সমবায়  সমিতিসমূহ সদস্যদের নিকট থেকে সঞ্চয় আমানত গ্রহণ করতে পারে এবং সদস্যদের মধ্যে ঋণ সেবা প্রদান করতে পারে।সমবায় সমিতিসমূহ সদস্যদের জমাকৃত শেয়ার ও সঞ্চয়ের সমন্বয়ে গঠিত তহবিল ঋণ ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে।প্রতিটি সমবায়  সমিতির কার্যক্রম পরিচালনার জন্য একটি ব্যবস্থাপনা কমিটি থাকে।ব্যবস্থাপনা কমিটি আইন-বিধি সাপেক্ষে নিবন্ধক ও সাধারণ সভার নিকট দায়বদ্ধ।সমবায় সমিতিসমূহ স্বায়ত্তশাসিত সংস্থা।সাধারণত এ সকল সংস্থার অনুকূলে সরকার কোন অনুদান বা আর্থিক সাহায্য  প্রদান করে না।কিছু বিশেষ ক্ষেত্রে সরকার (যেমন : পল্লী  উন্নয়ন  বোর্ড সমর্থিত সমবায় সমিতি)ঋণ প্রদান করে।